বঙ্গবার্তা, সন্দীপ সুর
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই শতরান করেছেন যশস্বী জয়সওয়াল। একইসঙ্গে শতরান করেছেন শুভমান গিল। দুই জনেই একাধিক রেকর্ড সৃষ্টি করেছেন।
ভারতীয় ব্যাটারদের মধ্যে টেস্ট অধিনায়কত্বের অভিষেকেই সেঞ্চুরির রেকর্ড ছিল বিজয় হাজারে, সুনীল গাভাসকর, দিলীপ বেঙ্গসরকার, বিরাট কোহলির মতো কিংবদন্তিদের। এ বার এই তালিকায় নাম লেখালেন শুভমান গিল এর পাশাপাশি একবিংশ শতাব্দীর নিরিখে অধিনায়কত্বে বিরাট কোহলিকেও পিছনে ফেললেন ২৫ বছর বয়সি গিল। ২০০০ সালের পর প্রথমবার এত কম বয়সি অধিনায়ক পেল ভারত।
শুক্রবার ব্যাট করতে নেমে শুরু থেকে আগ্রাসী ক্রিকেট খেলেন ভারত অধিনায়ক। বড় শট খেলতে খেলে গিয়েছে আগ্রাসী মেজাজেই। প্রথম ৩০ রান ১০০-র স্ট্রাইক রেটে করেন তিনি। ৫০ রান করেন মাত্র ৫৫ বলে। দিনের শেষ পর্যন্ত ১২৭ রানে অপরাজিত তিনি। শনিবারদ্বিশতরানের হাতছানি রয়েছে গিলের সামনে।
অন্যদিকে রেকর্ড করলেন যশস্বীও। এখনও অবধি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১০ ইনিংসে তাঁর রান ৮১৩। গড় ৯০.৩৩। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সর্বোচ্চ গড় ছিল ব্র্যাডম্যানের। ৬৩ ইনিংসে ব্র্যাডম্যান করেছিলেন ৫০২৮ রান। গড় ৮৯.৭৮। তা টপকে গেলেন যশস্বী। এই হিসাব ন্যূনতম ৫০০ রান পর্যন্ত করা হয়েছে। যশস্বীই প্রথম ব্যাটার যিনি টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯০ গড় পেরোলেন।
দিনের শেষে যশস্বী বলেন, খুব ভাল লাগছে। একটা গোটা দিন আমরা দাপট দেখিয়েছি। ইংল্যান্ডের এই সময় খেলাটা উপভোগ করছি। ।আমাদের প্রস্তুতি খুব ভাল ছিল। নেটে ভাল ভাবে অনুশীলন করেছি। প্রস্তুতি ম্যাচ খেলেছি। তাই চাপ কম ছিল। শুরুটা ভাল হওয়া খুব দরকার ছিল তাই বল দেখে খেলেছি। অপেক্ষা করেছি। খারাপ বলে মেরেছি।
একইসঙ্গে ভারতীয় ব্যাটার বলেন, বল ১০০ শতাংশ সুইং করেছে। কিন্তু আমি ধৈর্য হারাইনি। সাবধানে খেলছিলাম। নিজের উপর বিশ্বাস ছিল। ভাল খেলার ইচ্ছা ছিল।মুহূর্তটা উপভোগ করেছি। তাতেই সফল হয়েছি।