নরেন্দ্রপুরে তৃণমূল কর্মীর বাড়ি থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার:

Upload By Jyotirmay Dutta at 26th March 2025 ,6:13 Pm IST

পীযূষ চক্রবর্তী,
প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর এলাকার বাসিন্দা অনুপ পৈলান নামে ওই তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড কার্তুজ। ওই তৃণমূল কর্মী এলাকায় বেআইনি জুয়ার কারবারও করত বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অনুপের বাড়ি খেয়াদহের রণভুতিয়া গ্রামে। দীর্ঘদিন ধরেই সে ওই এলাকায় সাট্টা এবং জুয়ার ঠেক চালাত। তা নিয়ে আপত্তি ছিল এলাকার লোকজনের। কিন্তু আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে তাদের মুখ বন্ধ করত সে। এলাকার লোকজনের কাছ থেকে সে তোলাবাজিও করত বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার গভীর রাতে অনুপের বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। পুলিশ জানিয়েছে, অনুপের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অসামাজিক কাজের অভিযোগ ছিল। তার ত্রাসে এলাকার লোকজন ভয়ে থাকতেন। তৃণমূল নেতৃত্ব অবশ্য তার সঙ্গে দলের কোনও যোগাযোগ নেই বলেই দাবি করেছে।

14:48