নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন পার্থ ঘনিষ্ঠ

Uplode By Jyotirmay Dutta At 26th March 5:08 pm

পীযূষ চক্রবর্তী,
নিয়োগ দুর্নীতি মামলায় একে একে জামিন পেয়ে গেছেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র, বহিষ্কৃত দুই তৃণমূল যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষ সহ অনেকেই। এবার সেই মামলায় জামিন পেতে আদালতের দ্বারস্থ আরও এক অভিযুক্ত। বুধবার কলকাতার বিচারভবনে জামিনের আবেদন জানান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সন্ত গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় sontu গত বছর নভেম্বরে গ্রেফতার করেছিল সিবিআই। তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। সন্তুর বিরুদ্ধে প্রায় ছ’কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম দুই অভিযুক্ত কুন্তল ঘোষ এবং অয়ন শীলের সঙ্গে তিনি টাকার লেনদেন করেছিলেন, যার প্রমাণ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পেয়েছে। কুন্তল এবং অয়ন জামিন পেয়েছে। তাই জামিনের আশায় আদালতের দ্বারস্থ হলো সন্তু।

18:52