বঙ্গবার্তা ডেস্ক,
ইরাকে যৌথ বাহিনীর নির্দিষ্ট হামলায় মৃত্যু হয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের অন্যতম প্রধান ‘আবু খাদিজা’র। এই গ্রুপের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আবদুল্লাহ মাক্কি মুসলিহ আল-রিফাই ‘আবু খাদিজা’ নামেই পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে এই আইসিস এই নেতা সকলের চোখে ধুলো দিয়ে বেড়াচ্ছিলেন। ১৩ মার্চ চালানো এক অভিযানে আরও এক আইএসআইএস সদস্য সহ তাকে হত্যা করা হয়। এই কাজের জন্য তাঁর নির্ভীক যোদ্ধাদের ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

বিমান হামলার পর, মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং ইরাকি বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আবু খাদিজা এবং অন্য আইএসআইএস যোদ্ধার মৃত্যু নিশ্চিত করে। আগের একটি অভিযানে সংগৃহীত নমুনা থেকে ডিএনএ ম্যাচের মাধ্যমে একটি দেহ যে আবু খাদিজার তা নিশ্চিত হওয়া গেছে।ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি এই অপারেশনকে সাধুবাদ জানিয়ে বলেছেন আবু খাদিজা “ইরাক ও বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসীদের একজন”। এই অপারেশন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ ভাবেই হয়েছে বলে আল-সুদানি নিশ্চিত করেন।

এক সময় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ত্রাস সৃষ্টি করা ইসলামিক স্টেট বছরের পর বছর সামরিক অভিযানের জেরে ২০১৭ সালে ইরাকে এবং ২০১৯ সালে সিরিয়ায় মূলত ধ্বংস হয়ে যায়। তবে গোয়েন্দা তথ্য বলছে এই দুই দেশের প্রত্যন্ত অঞ্চলে এই গ্রুপের যোদ্ধারা এখনও সক্রিয় রয়েছে।