পাপ

অমৃত কথা

যাহা করিলে রক্ষা হইতে পতিত হয় তাহাই পাপ।
যদি পাপ ক’রে থাক, কাতরকণ্ঠে তা’ প্রকাশ কর, শীঘ্রই সান্তনা পাবে। সাবধান! সঙ্কীর্ণতা বা পাপকে গোপন রেখো না, উত্তরোত্তর বর্দ্ধিত হ’য়ে অতি সত্বর তোমাকে অধঃপাতের চরমে নিয়ে যাবে।
অন্তরে যা’ গোপন করবে, তাই বৃদ্ধি পাবে।
ভাবমুখী থাকতে চেষ্টা কর,পতিত হবে না বরং অগ্রসর হ’তে থাকবে।
পতিতকে উদ্ধারের কথা শোনাও, আশা দাও,ছলে বলে কৌশলে তার উন্নয়নে সাহায্য কর,সাহস দাও- কিন্তু উচ্ছৃঙ্খল হ’তে দিও না। ‘সত্যানুসরণ’

09:42