পি জি স্তরে আর হোম সেন্টার নয় সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের:

Upload By Jyotirmay Dutta at 27th March 2025 ,9:40 Pm IST

বঙ্গবার্তা ব্যুরো
স্নাতোকোত্তর স্তরের ছাত্র-ছাত্রীরা আর হোম সেন্টারে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না। আগামী ৯ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন গত বছরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হোম সেন্টার বন্ধের আবেদন জানিয়েছিল। তাঁদের অভিযোগ এই হোম সেন্টারের সুযোগ নিয়ে ব্যাপক দুর্নীতি হচ্ছে। অর্থাৎ গণটোকাটুকি হয়। শিক্ষকরা জানিয়েছেন এমন ব্যাপক মাত্রায় নকল করা হচ্ছে যে একজনের উত্তর পত্রের সঙ্গে আর একজনের উত্তরপত্রের কোনও তফাৎ করা যায় না।
এই ধরণের অভিযোগ পাওয়ার পরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হোম সেন্টার ব্যবস্থা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উপাচার্য শান্তা দত্ত জানিয়েছেন, ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে এক কমন জায়গায় পরীক্ষা দেবে। তবে ছাত্র-ছাত্রীর সংখ্যা খুব বেশি হলে তাদের অন্য কলেজে পরীক্ষা দিতে হবে। কোনও অবস্থাতেই আর নিজেদের কলেজে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে না।পরীক্ষা কেন্দ্রে ব্যাপক দুর্নীতি বন্ধ করতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই তিনি জানিয়েছেন।

14:29