প্রজাতন্ত্র দিবসের শপথ হোক বৈচিত্রের মধ্যে ঐক্য রক্ষা,বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

বঙ্গবার্তা ব্যুরো,
প্রজাতন্ত্র দিবসে আমাদের শপথ নিতে হবে দেশের বৈচিত্রের মধ্যে ঐক্য বজায় রাখা। সর্বধর্মসমন্বয় এবং মহান ঐতিহ্যের দৃঢ বন্ধনকে অটুট রাখা। রবিবার কলকাতার রেডরোডে প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, প্রত্যেক ভারতবাসীর কাছে আজ এক গর্বের দিন। এই বিশেষ দিনে দেশের সংবধানের মূল ভিত্তি অর্থাৎ গণতন্ত্র, সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অক্ষুন্ন রাখার শপথ নিতে হবে।
এদিনের অনুষ্ঠানে তিনি ভারত আমার, ভারতবর্ষ গানটিও গেয়ে শোনান। অনুষ্ঠানে রাজ্যের একাধিক মন্ত্রী এবং আমলা উপস্থিত ছিলেন। প্রতিবারের মতোই রেডরোডে বর্ণাঢ্য কুচকাওয়াজ হয়।কুচকাওয়াজের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও চলে। দার্জিলিং, আলিপুরদুয়ার, জঙ্গলমহল এবং সুন্দরবনের লোকশিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দেশকে যাঁরা স্বাধীনতার মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছিলেন তাঁদের বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাই। সোস্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন আজকের এই মাহেন্দ্রক্ষণে সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর এবং অন্যদের আন্তরিক শ্রদ্ধা জানাই।