আইএসএলে বুধবার হায়দরা বাদের মুখোমুখি ইস্টবেঙ্গল

বঙ্গবার্তা ব্যুরো,
প্রথম সাক্ষাতে ইস্টবেঙ্গল ড্র করেছিল হায়দরাবাদ এফসির সঙ্গে। শেষ মিনিটের গোলে নিশ্চিত জয় হাতছাড়া হয়েছিল।
অস্কার ব্রুজো বলছেন প্রথমবারের তুলনায় হায়দরাবাদ এফসি অনেক বেশি গোছানো। অনেক বেশি ভালো ফুটবল খেলছে। তাই বুধবার হায়দরাবাদ এফসি ম্যাচ অনেক বেশি কঠিন হবে। চব্বিশ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল এখন নয় নম্বরে। হায়দরাবাদ ম্যাচের তিন পয়েন্ট পয়েন্ট টেবিলে শুধু ইস্টবেঙ্গলকে ওপরে তুলবে না,জয়ের হ্যাটট্রিকের স্বাদ পাইয়ে দেবে। জয়ের হ্যাটট্রিকের ভাবনা রয়েছে ইস্টবেঙ্গলে। কোচ অস্কার ব্রুজো বলছেন এর আগে এই পরিস্থিতি তৈরি হলেও তা পূরন করা যায়নি। এবার ওপরে ওঠার ভাবনা মাথায় রেখে নিংড়ে দিতে হবে। চোট এবং কার্ড সমস্যা ইস্টবেঙ্গলের। কার্ড সমস্যা হায়দরাবাদ ম্যাচে নেই। চোট সমস্যা অল্প হলেও আছে। নন্দকুমার গোড়ালির চোটে বাইরে। রিচার্ড সেলিস প্র্যাকটিস শুরু করলেও পুরো ফিট নন। তবে আঠারো জনের দলে থাকবেন। কাঁধের চোটে কাবু পিভি বিষ্ণু। গুরুতর চোট না হলেও সামনের গুরুত্বপূর্ন ম্যাচের কথা মাথায় রেখে তাঁকেও বাইরে রাখার ইঙ্গিত অস্কার ব্রুজোর। হেক্টর ইউস্তে পুরো ফিট নন। পুরো সময় খেলার জায়গায় নেই। তাই চার ভারতীয় ডিফেন্ডারে রক্ষনভাগ সাজানোর পরিকল্পনা অস্কারের। মাঝমাঠে সওল ক্রেসপো এবং আক্রমনভাগে রাফায়েল মেসি বাউলি এবং দিয়ামানতোকোসে আস্থা রাখতে চান। অর্থাৎ তিন বিদেশিতে একাদশ সাজাতে চলেছেন তিনি।
প্র্যাকটিসে ফিল গুড আবহাওয়া নিয়ে আসার চেষ্টা। বল নিয়ে অনুশীলনের পাশাপাশি বিশেষ ধরনের ড্রিল করতে দেখা গিয়েছে লাল হলুদ ফুটবলারদের। ক্লেটন সিলভা মাঠের ধারে দৌড়লেন। এএফসি কাপের ম্যাচে নামার চেষ্টা করছেন। সেইজন্য ইনজেকশন নিয়েছেন। সব মিলিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিকের পরিকল্পনা যেমন চলছে। তেমনই এএফসি কাপের ভালো ফলের প্রস্তুতিও চলছে ইস্টবেঙ্গলে।