বঙ্গবার্তা ব্যুরো,
ফিফা ক্লাব বিশ্বকাপে
বায়ার্ন মিউনিখের বিপক্ষে ঐতিহাসিক জয় পেল বেনফিকা। ১-০ ব্যবধানের জয়ে সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে প্রথম রাউন্ড শেষ করেছে পর্তুগিজ ক্লাবটি। এই প্রথমবার বায়ার্নের বিপক্ষে কোনো ম্যাচ জিতলো বেনফিফা। মঙ্গলবার তীব্র গরমের মধ্যেও খেলা চলছিল, প্রথমার্ধেই গোল করেন বেনফিকার আন্দ্রেয়াস শেলডেরুপ ।
শেষ ষোলোতে চেলসি অথবা স্পোর্টিভ ডে তিউনিসের মুখোমুখি হবে বেনফিকা। অন্যদিকে রানার্স আপ হয়ে গ্রুপ পর্ব শেষ করা বায়ার্নকে এখন গ্রুপ ‘ডি’ এর শীর্ষ দল ফ্লামেঙ্গোর বিরুদ্ধে লড়তে হবে।
বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি ম্যাচ শেষে ডিএজেডএনকে বলেন, প্রথমার্ধে পরিস্থিতি একেবারেই ভালো ছিল না। মাঠ ও গরমের কারণে তিনি আশঙ্কা করছিলেন যে খেলা স্বাভাবিক ছন্দে চলবে না। তবে এটাই ফুটবল। আপনি যদি সুযোগ নষ্ট করেন, তার মূল্য দিতে হবে। ফ্লামেঙ্গোর বিপক্ষে কঠিন লড়াই হবে। তবে আমরা জানি আমরা সুযোগ তৈরি করতে পারি।
ম্যাচের ১৩ মিনিটে ফ্রেডরিক আওরসনেসের নিচু ক্রস ধরে প্রথম টাচেই গোল করেন শেলডেরুপ। বায়ার্নের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়েই গোল করেন তিনি।
আগেই পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত করা বায়ার্ন মাঠে নেমেছিল। তাই খেলায় তেমন গতিও ছিল না।
দ্বিতীয়ার্ধে কিছুটা উন্নতি করলেও জশুয়া কিমিচের গোল অফসাইডের কারণে বাতিল হয়। হ্যারি কেইন অফসাইড করেন।
বেনফিকার গোলরক্ষক আনাতোলি ট্রুবিন বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করেন। বায়ার্ন স্ট্রাইকার আলেকজান্ডার পাভলোভিচ ও লেরয় সানের গোল আটকে দেন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন গাপ্রক্ষক ট্রুবিনই। বেনফিকা কোচ ব্রুনো লাজে বলেন, বায়ার্নের বিপক্ষে জয়ের রেকর্ড না থাকলেও আত্মবিশ্বাস নিয়ে খেলতে নেমেছিল দল।
লাজে বলেন, প্রথমার্ধে তারা ভালো খেলেছে, গোল করার জন্য সবচেয়ে বেশি সুযোগ তারাই তৈরি করেছে। আমরা আক্রমণাত্মক হতে চেয়েছিলাম এবং গ্রুপে প্রথম হয়েছি এটা আমাদের জন্য অনেক বড় সাফল্য । কেউ বিশ্বাস করেনি আমরা বায়ার্ন মিউনিখকে হারাতে পারবো।
ফিফা ক্লাব বিশ্বকাপে বায়ার্ন মিউনিখ কে হারিয়ে গ্রুপ শীর্ষে বেনফিকা
