বঙ্গবার্তা ব্যুরো,
প্রায় প্রতিদিনই ভূমিকম্পের খবর আসছে ভারত সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে।এবার মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৬.১। বিহারের মুজফ্ফরপুর থেকে প্রায় ১৮৯ কিমি উত্তরে অবস্থিত নেপালের বাগমতী এলাকা ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। উৎপত্তিস্থলটি ছিল মাটির অন্তত ১০ কিলোমিটার গভীরে।কম্পন অনুভূত হয়েছে বিহার ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশেও। যদিও নেপালের ভূমিকম্প পর্যবেক্ষক এবং গবেষণা সংস্থা কম্পনের মাত্রা ৬.১ বলে জানালেও জার্মান রিসার্চ সেন্টার ফর জিয়োসায়েন্স জানিয়েছে, এটির মাত্রা ৫.৬।আমেরিকার জিয়োলজিক্যাল সার্ভে জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৫.৫।
মাটির তলায় টেকটনিক প্লেটগুলির অবস্থানের কারণে হিমালয়ের কোলে বারবার ভূমিকম্প দেখা দেয়। বিশ্বের তীব্র ভূমিকম্প প্রবণ এলাকাগুলির মধ্যে অন্যতম নেপাল। যার জেরে সংঘর্ষে ভূমিকম্প হয় এই এলাকাগুলিতে। নেপালের ভূপৃষ্ঠ তৈরি হয়েছে নতুন শিলা দিয়ে। কাঠমাণ্ডুর মতো শহরগুলিতে অপরিকল্পিতভাবে নগরায়নের ফলেও মাটির উপর চাপ বাড়ছে।
এদিন কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে নেপাল-তিব্বত সীমান্তে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তবে এখনও পর্যন্ত এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। বৃহস্পতিবার কাকভোরেই ভূমিকম্পে কেঁপে ওঠে অসম। প্রতিবেশী বাংলাদেশ, মায়ানমার, ভুটান ও চিনের একাধিক এলাকাতেও কম্পন অনুভূত হয়। তার আগে মঙ্গলবার সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠেছিল কলকাতা-সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকা।