বঙ্গবার্তা ব্যুরো,
এক আশ্চর্য ঘটনার সাক্ষী থাকল নেপাল। নেপালের পশ্চিমাঞ্চল সফর শেষ করে রবিবার জ্ঞানেন্দ্র কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন।প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহকে স্বাগত জানাতে রবিবার হাজার হাজার মানুষ নামলেন কাঠমান্ডুর রাজপথে। স্লোগান ওঠে “রাজা ফিরে আসুন, দেশ বাঁচান”, “আমরা রাজতন্ত্র চাই”। এমন স্লোগানে মুখরিত হল কাঠমান্ডুর আকাশ বাতাস। সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী জমায়েত হওয়া মানুষের সংখ্যা ছিল প্রায় ১০ হাজার।
দু’দশক আগেও ভারতের উত্তরের পড়শি দেশ নেপালেও প্রচলিত ছিল রাজতন্ত্র। ক্রাউন প্রিন্স দীপেন্দ্র মদ্যপ অবস্থায় ২০০১ সালের ১জুন রাজা বীরেন্দ্র, রানী ঐশ্বর্যা এবং আরও আটজন রাজপরিবারের সদস্যকে হত্যা করেন।দীপেন্দ্র তিন দিন কোমায় থাকার পর মারা যান, এবং এরপর জ্ঞানেন্দ্র শাহ রাজা হন।সেখানকার শেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র। ২০০৮ সালের মে মাসে সংবিধান সংশোধন করে ২৪০ বছরের পুরনো রাজতন্ত্র ভেঙে নেপালে প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক শাসনব্যবস্থা।
এরপর বারবার ১৩ বার সরকার পাল্টেছে নেপালে।কেউ কেউ বলছেন দেশটির অনেকেই প্রজাতন্ত্রব্যবস্থার প্রতি হতাশ হয়ে পড়েছেন। রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি (আরপিপি) নেপালের বিভিন্ন অংশে হিন্দু রাজতন্ত্র পুনরুদ্ধারের জন্য ইভেন্ট এবং র্যা লি আয়োজন করছে। রবিবারের ঘটনাকে নেপালে রাজতন্ত্রে ফেরার এক ইঙ্গিত বলেই মনে করছেন কেউ কেউ।
ফের রাজতন্ত্রে ফিরতে চায় নেপাল? জ্ঞানেন্দ্রর জন্য রাজপথে হাজার হাজার মানুষ
