বচসার জেরে এক ব্যক্তির চোখ উপড়ে নিল তৃণমূল কর্মীরা

পীযূষ চক্রবর্তী,
সামান্য বিবাদের জেরে এক ব্যক্তির চোখ উপড়ে নেওয়ার অভিযোগ উঠল। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে। গুরুতর আহত ওই ব্যক্তিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই ঘটনায় নাম জড়িয়েছে কয়েকজন তৃণমূলের কর্মীর। ওই আক্রান্ত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানার অভিযোগ দায়ের করা হলে অভিযুক্তরা মামলা তোলার জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। রবিবার সন্ধ্যায় নিউ ব্যারাকপুরের লেনিনগড় এলাকায় এক জায়গায় সাইকেল রেখেছিলেন নন্দী বিশ্বাস নামে ওই ব্যক্তি। সাইকেল রাখা নিয়ে এক জনের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, তখন কয়েক জন তৃণমূল কর্মী দলীয় কার্যালয় থেকে বেরিয়ে এসে নন্দীকে বেধড়ক মারধর করেন। মারের আঘাতে গুরুতর জখম হন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়। মারের আঘাতে ওই ব্যক্তির একটা চোখ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে তিনি ওই চোখ দিয়ে দেখতে পাচ্ছেন না বলে দাবি করেছেন নন্দী। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। তবে বাকি অভিযুক্তরা মামলা প্রত্যাহারের জন্য তাদের উপর ক্রমাগত চাপ দিচ্ছে বলে অভিযোগ আক্রান্তের পরিবারের সদস্যদের। শুধু তাই নয়, মামলা তুলে নেওয়ার জন্যও তাদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার নিন্দা করেছেন এলাকার লোকজন। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি করেছেন তারা।
আক্রান্তের পরিবারের অভিযোগ, গোটা ঘটনাটি ঘটে বিলকান্দা-২ পঞ্চায়েতের প্রধান দীপা পাইকের সামনে। তবে বিষয়টি অস্বীকার করেছেন প্রধান।