বড় বিপদ থেকে রক্ষা, ইঞ্জিনে আগুন, আমেরিকান এয়ারলাইন্সের বিমানের জরুরি অবতরণ

বঙ্গবার্তা ব্যুরো,

মাঝ আকাশেই হঠাৎ আগুন ধরে গেল আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে। ১৭৮ জন যাত্রী নিয়ে বিমানটি কলোরাডো থেকে ডালাসের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে যাত্রাপথে ইঞ্জিনে গোলযোগ দেখা দিলে সেটিকে জরুরি ভিত্তিতে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। সৌভাগ্যবশত, দুর্ঘটনায় কেউ হতাহত হননি।প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি নির্ধারিত সময়েই কলোরাডো থেকে উড়ান শুরু করেছিল। কিন্তু মাঝ আকাশে হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে, এরপরই আগুন ধরে যায়। পরিস্থিতি বুঝতে পেরে পাইলট দ্রুত ডেনভার বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান।

বিমানবন্দর কর্তৃপক্ষ আগেভাগেই দমকল ও উদ্ধারকারী দল প্রস্তুত রেখেছিল। ফলে বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গেই দ্রুত যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়। এরপর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, বিমানের সব যাত্রী নিরাপদ আছেন এবং কাউকে আহত অবস্থায় পাওয়া যায়নি। তবে সময়মতো ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।এর আগে, চলতি বছরের জানুয়ারিতে ওয়াশিংটনের কাছে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সেনার হেলিকপ্টারের সংঘর্ষ হয়। বিমানটি পটোম্যাক নদীতে ভেঙে পড়ে এবং ৬৭ জন যাত্রীর প্রাণহানি ঘটে। তবে ডেনভারে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।