বলিউড অভিনেতা শাহরুখ খানের পাসপোর্ট স্বতন্ত্র, তার কারণ কি ?
বঙ্গবার্তা ব্যুরো,
ভারতের সাধারণ নাগরিকদের হাতে থাকে নীল রঙের পাসপোর্ট। কিন্তু বলিউড অভিনেতা শাহরুখ খানের পাসপোর্টের রঙ মেরুন। যা দেখে অনেকেই অবাক হন।
কেননা, আসলে মেরুন রঙের পাসপোর্ট সচরাচর কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা কিংবা বিশেষ সম্মানপ্রাপ্ত ব্যক্তিদের দেওয়া হয়। আবার যারা সরকারি কাজে বিদেশে যান তাদের সাদা পাসপোর্ট থাকে। সরকারি কর্তা, আমলা যাদের ঘন ঘন বিদেশ যেতে হয় তারা সাদা রঙের পাসপোর্ট পান। শাহরুখ খান সরকারি আমলাও নন, কূটনীতিকও নন। তবে তার পাসপোর্ট মেরুন কেন ?
জানা গেছে, ভারতীয় চলচ্চিত্রে তার অসামান্য অবদানের জন্য সরকার বিশেষ সম্মান জানিয়ে তাকে এই ধরনের পাসপোর্ট দিয়েছে। তবে এনিয়ে সরকারিভাবে কিছু বলা হয়নি।
তবে, শাহরুখ খানের কাছে সংযুক্ত আরব আমিরাতে যাবার গোল্ডেন ভিসা রয়েছে। যা তাকে সেই দেশে দীর্ঘমেয়াদি বসবাস ও যাতায়াতের বিশেষ সুবিধা দেয়।
এই বিশেষ ধরনের পাসপোর্ট থাকলে আন্তর্জাতিক সফরের সময় ইমিগ্রেশন ক্লিয়ারেন্স লাগে না। যা একজন তারকার জন্য অনেকটাই সময় ও হয়রানি বাঁচায়। এমন সুবিধা ভারতে হাতে গোনা কিছু বিশিষ্ট ব্যক্তি পান। তাদের মধ্যে শাহরুখ একজন। তালিকায় আছেন ভারতের আরও বেশ কয়েকজন তারকা অভিনেতা ও অভিনেত্রী।