বাংলাদেশের চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে ছবি ঋতুপর্ণার

বঙ্গবার্তা ব্যুরো,

ছবি- সোশ্যাল মিডিয়া

প্রথমবার একসঙ্গে সিনেমায় জুটি গড়তে চলেছেন দুই বাংলার জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী ও ঋতুপর্ণা সেনগুপ্ত। নির্মাতা অমিতাভ ভট্টাচার্য পরিচালিত ‘ত্রিধারা’ সিনেমায় নতুন এই জুটিকে দেখা যাবে। সিনেমাতে রয়েছেন কৌশিক গাঙ্গুলি।

এর মধ্যে নির্মাতা কথা বলেছেন দুই তারকার সঙ্গে। প্রাথমিক আলোচনা হলেও কোনো কিছ চূড়ান্ত হয়নি।
নতুন সিনেমা নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, সিনেমাটি নিয়ে একাধিকবার তাদের সঙ্গে কথা হয়েছে। এখনো কিছু চূড়ান্ত হয়নি। গল্প শুনে মনে হয়েছে কাজটি দারুণ হবে। আসলে একটি সিনেমায় যুক্ত হওয়ার আগে তো বেশকিছু প্রক্রিয়া থাকে। সেগুলো এখনো হয়নি। মনে হচ্ছে আমাদের এই কাজটি হবে।

ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, এখনো কিছু চূড়ান্ত হয়নি একটা ছবির কথা ভাবা হচ্ছে ঠিকই তবে সবটাই নির্ভর করছে পরিস্থিতির ওপর। সব ঠিক থাকলে এই ছবির কাজ দ্রুত শুরু হবে, তবে সবটাই প্রাথমিক পর্যায়ে।

22:11