বাংলাদেশে স্টারলিংক চালুর প্রস্তাব, মাস্ককে আমন্ত্রণ মুহাম্মদ ইউনূসের

বঙ্গবার্তা ব্যুরো,
অন্তর্বর্তী সরকারের প্রধান হলেও দেশের উন্নতি, দ্রুত নির্বাচন সহ নানা ক্ষেত্রে সময় মত ব্যবস্থা নিতে না পারার অভিযোগ বাড়ছে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। এমতাবস্থায় মার্কিন ধনকুবের ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর প্রস্তাব দিলেন তিনি। জানা যাচ্ছে দেশে দ্রুত স্টারলিংকের পরিষেবা চালুর উদ্দেশ্যে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস তার বিশেষ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে ইলন মাস্কের প্রতিনিধিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দায়িত্ব দিয়েছেন।


স্টারলিংক, ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি প্রকল্প, যা স্যাটেলাইটের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করে। মনে করা হচ্ছে বাংলাদেশে এই সেবা চালু হলে, দেশের পল্লী ও দূরবর্তী অঞ্চলে ইন্টারনেট সংযোগের উন্নতি হবে এবং ডিজিটাল বৈষম্য কমাতে সহায়তা করবে। ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা বলেন।

শুধু তাই নয় ১৯ ফেব্রুয়ারিতে তিনি একটা আনুষ্ঠানিক চিঠিও পাঠান ড. ইউনূস।জানা যাচ্ছে তাতে তিনি বাংলাদেশে স্টারলিংকের সেবার উপযোগিতার বিষয়টি তুলে ধরেন।স্টারলিংক গত তিন বছর ধরে বাংলাদেশে ব্যবসা করার আগ্রহ প্রকাশ করে আসছে। এবার বাংলাদেশে দ্রুত স্টারলিংককে আনার চেষ্টার এই খবরে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে।