বঙ্গবার্তা ব্যুরো,
বাইডেন আমলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন মামলায় তদন্তকারী অফিসার হিসেবে কাজ করা ১২ জনেরও বেশি বিচার বিভাগীয় সদস্যকে ফিরেই একের পর এক কড়া সিদ্ধান্ত নিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। পরপর আদেশ জারি করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে বেশকিছু নজির সৃষ্টিকারী বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। বিচার বিভাগীয় সদস্যদের বরখাস্ত করা ট্রাম্প প্রশাসনের সেরকমই এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
ট্রাম্প প্রশাসনের নতুন মার্কিন নীতি বাস্তবায়িত করতে এই সব কর্তাদের ওপর আস্থা রাখা সম্ভব হচ্ছে না বলে দাবি যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরির।ট্রাম্পের পদক্ষেপ গণতন্ত্র এবং আইনের পরিপন্থী বলে সরব হয়েছেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল জয়েস ভান্স।
এরই পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম তৈরি সহ মার্কিন সামরিক বাহিনীর স্বার্থরক্ষায় চারটি নতুন আদেশ জারির ঘোষণা করেছেন ট্রাম্প। নতুন এই আদেশগুলির ফলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে জাতি বা লিঙ্গভিত্তিক অগ্রাধিকারের নীতি বাতিল করা হবে। করোনার টিকা না নেওয়ার জেরে সামরিক বাহিনী থেকে বরখাস্ত হওয়া ৮ হাজারের বেশি সদস্যকে আবার ফিরিয়ে নেওয়া হবে। ট্রান্সজেন্ডার সেনাসদস্যদের নিয়ে নতুন একটি নীতির পাশাপাশি ‘আয়রন ডোমের’ মতো একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার নির্দেশেও সই করেছেন ডোনাল্ড ট্রাম্প।