Upload By Jyotirmay Dutta at 27th March 2025 ,12:49 Pm IST
বঙ্গবার্তা ব্যুরো,
বিজেপি বাংলায় ক্ষমতায় এলেই নাকি এখানকার শিল্পপতিরা রাজ্যে বিনিয়োগ করবেন। তাঁরাই নাকি দিলীপ ঘোষকে এ কথা জানিয়েছেন। দিলীপ ঘোষ নিজেই এই দাবি করেছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যে বিনিয়োগ নিয়েও কটাক্ষ করেছেন বিজেপির এই নেতা। তিনি বলেন, উনি তো বিশ্ব রেকর্ড করেছেন। এত মউ সই করেছেন তা এক বিশ্ব রেকর্ড।কিন্তু রাজ্যে কত বিনিয়োগ হয়েছে তার কোনও উত্তর নেই।দিলীপ ঘোষ বলেন উনি আরও একটা বিশ্ব রেকর্ড করেছেন, সবচেয়ে কম বিনিয়োগের রেকর্ড। দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর বিদেশে বিনিয়োগ আহ্বান নিয়েও কটাক্ষ করেছেন।
এই প্রসঙ্গেই দিলীপ ঘোষের দাবি, বাংলার বহু শিল্পপতির সঙ্গে তাঁর পারিবারিক যোগাযোগ রয়েছে। দিল্লিতে তাঁদের বাড়িতে তিনি খাওয়া দাওয়া করেন। তিনি নাকি তাঁদের জিঙ্গেস করেছিলেন, কেন তাঁরা বাংলায় বিনিয়োগ করেন না।দিলীপ ঘোষের দাবি জবাবে তাঁরা বলেছেন বিজেপি ক্ষমতায় এলে তাঁরা বিনিয়োগ করবেন।
সম্প্রতি দিলীপ ঘোষকে নিয়ে রাজ্য রাজনীতিতে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার থেকে কুকথা বলা সব নিয়েই তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যদিও দিলীপ নিজেই সে সব অভিযোগ নস্যাৎ করে জানিয়েছেন তিনি এ ভাবেই চলবেন।