বোড়ো চুক্তি অসমে শান্তি এনেছে দাবী স্বরাষ্ট্র মন্ত্রীর

বঙ্গবার্তা ব্যুরো,
বিজেপি শাসিত সরকার অসমে বোড় চুক্তি সই করার ফলেই এখানে শান্তি ফিরেছে উন্নয়ন হয়েছে, বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। অসম সফরে, অল বড়ো স্টুডেণ্টস ইউনিয়ন আবসুর ৫৭ তম বার্ষিক অনুষ্ঠানে এই দাবী করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে তার অভিযোগ, এই চুক্তি যখন স্বাক্ষরিত হয় তখন কংগ্রেস তা নিয়ে উপহাস করেছিল। কোকড়াঝাড়ে আয়োজিত ওই অনুষ্ঠানে অমিত শাহ দাবি করেন এই এলাকার উন্নয়নে কেন্দ্রীয় সরকার ১৫০০ কোটি টাকা দিয়েছে। এখানকার জনসংখ্যা ৩৫ লাখ।
তিনি দাবি করেন চুক্তির ৮২ শতাংশই পূরণ করা হয়েছে। বাকি শর্ত আগামী দু বছরে পূরণ করা হবে। এদিন এলাকার যুবকদের ২০৩৬ এর অলিম্পিক গেমসের জন্য তৈরি হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ২০৩৬ সালে আহমেদাবাদে অলিম্পিকের আসর বসার প্রস্তাব রয়েছে।