বিদেশে পালিয়ে সুখে থাকা হল না, ভানুয়াতু পাসপোর্ট বাতিল ললিত মোদির

বঙ্গবার্তা ব্যুরো,
আইপিএলের জনক ললিত মোদী এই মুহূর্তে পলাতক। জানা গিয়েছিল ললিত মোদী ভারতের পাসপোর্ট ছেড়ে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব পেয়েছেন।এর সুবিধে হল ওই দ্বীপরাষ্ট্রটির সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি নেই। তাই আগামী দিনে তিনি যদি ভারতের আইনে দোষীও সাব্যস্ত হন তবে তাঁকে দেশে ফেরানো সম্ভব হবে না। ললিতের বিরুদ্ধে নোটিস জারি করতে চেয়ে দুবার ইন্টারপোলের কাছে আবেদন জানায় ভারত। কিন্তু পর্যাপ্ত প্রমাণের অভাবে সেই আবেদন খারিজ হলেও তা কাজে লাগল অন্যভাবে।
ভানুয়াতুর প্রধানমন্ত্রী জোথাম নাপাট সোমবার সেই দেশের নাগরিকত্ব কমিশনকে ললিত মোদীর নামে জারি করা পাসপোর্ট বাতিল করার নির্দেশ দিয়েছেন।তিনি জানিয়েছেন ললিত মোদীর উদ্দেশ্য ভালো নয়।কোনও দেশে প্রত্যর্পণের হাত থেকে বাঁচতে কেউ তাঁদের দেশের নাগরিকত্ব চাইলে, তা বৈধ কারণ হিসাবে বিবেচিত হবে না বলে জানিয়েছেন জোথাম নাপাট। কেন এই নির্দেশ দেওয়া হয়েছে সেই কারণও জানিয়েছেন তিনি। ভানুয়াতুর প্রধানমন্ত্রী জানান, ললিত মোদীর প্রত্যর্পণ এড়ানোর চেষ্টা করছেন। তাঁর উদ্দেশ্য ভালো নয়। প্রধানমন্ত্রী জানিয়েছেন, কোনও দেশে প্রত্যর্পণের হাত থেকে বাঁচতে কেউ তাঁদের দেশের নাগরিকত্ব চাইলে, তা বৈধ কারণ হিসাবে বিবেচিত হবে না। তাঁর পাসপোর্টের আবেদনের সময় ইন্টারপোলের স্ক্রিনিংসহ সমস্ত স্ট্যান্ডার্ড ব্যাকগ্রাউন্ড চেক করা হলেও সেই সময় তাঁর বিরুদ্ধে কোনও অপরাধমূলক দোষ সাব্যস্ত হয়নি।