বিধানসভায় যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পাঁচ সদস্যের প্রতিনিধি দল, চাকরি ফেরানোর আবেদন অধ্যক্ষের কাছে

Published by Subrata Halder, 13 June 2025, 08:18 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল শুক্রবার সল্টলেকের বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচির মঞ্চ থেকে সরাসরি এলেন বিধানসভায়। এদিন অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের সঙ্গে তার চেম্বারে দেখা করেন। ৫ জনের ওই প্রতিনিধি দলে ছিলেন, সঙ্গীতা সাহা, অর্পিতা সেনগুপ্ত, রাকেশ আলম, রূপা কর্মকার, স্মার্তি রায়। প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন অধ্যক্ষ। তবে, তাদের মধ্যেই এ নিয়ে কোনওরকম আলোচনার অবকাশ ছিল না। উল্লেখ্য, বিধানসভাতে পঞ্চম দিনে তখন দ্বিতীয়ার্ধের সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের সংশোধনী বিল ২০২৫ এর উপর আলোচনার ফাঁকে ওই সৌজন্য সাক্ষাৎকার।

00:45