বঙ্গবার্তা ব্যুরো,
মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে দর্শক টেনে বক্সঅফিসে হিট এই ছবি।এখনও বক্সঅফিসে ব্যবসা চালিয়ে যাচ্ছে রয়েছে ভিকি-রশ্মিকা মন্দানার সিনেমা ‘ছবা’৷ ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ সিনেমা হলে মুক্তি পায় ‘ছবা’। ৭০০ কোটি টাকার ব্যবসাও করেছে বক্স অফিসে। এই ব্লকবাস্টার ছবিই এবার প্রদর্শিত হবে সংসদে৷ ২৭ মার্চ, অর্থাৎ আগামী বৃহস্পতিবার সংসদের গ্রন্থাগার বিল্ডিংয়ের বালাযোগী অডিটোরিয়ামে ছবির প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। জানা যাচ্ছে এই ছবি দেখতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদেরা। ভিকি কৌশল ও ছবির সঙ্গে যুক্ত কলাকুশলীরাও উপস্থিত থাকবেন সেখানে।
এর আগে,গত বছর ডিসেম্বরে সংসদে বিক্রান্ত ম্যাসি,রাশি খান্না অভিনীত ‘দ্য সবরমতি রিপোর্ট’ দেখানো হয়েছিল৷ সেই ছবি দেখতে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা-সহ বিশিষ্টরা ৷
‘ছবা’য় অভিনয় করেছেন অক্ষয় খান্না, ডায়না পেন্টি, বিনীত কুমার সিং, আশুতোষ রানা। লক্ষণ উটেকর এই ছবির পরিচালক। ছত্রপতি সম্ভাজি মহারাজের বীর কাহিনির কথা এই ছবিতে ব্যাক্ত করেছেন ভিকি। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর মুখে ‘ছবা’র প্রশংসা শোনা গিয়েছে৷ অখিল ভারত মারাঠি সাহিত্য সম্মেলনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন,”মহারাষ্ট্র এবং মুম্বই মারাঠি সিনেমার পাশাপাশি হিন্দি সিনেমাকেও নয়া উচ্চতায় নিয়ে গিয়েছে৷” ছবিতে ভিকি কৌশলের বিপরীতে যিশুবাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা।
বিপুল জনপ্রিয়তার পর ব্লকবাস্টার ছবি ‘ছবা’ এবার প্রদর্শিত হবে সংসদে
