বঙ্গবার্তা ব্যুরো,
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে জিতে গেল ভারত। এই ম্যাচে সেঞ্চুরি করে রানে ফিরলেন বিরাট কোহলি।শুধু শতরানই নয় এই ম্যাচেই কোহলি ভেঙ্গে দিলেন সচিন তেন্ডুলকারের রেকর্ড। ১৪ হাজার রানের গন্ডিও পেরিয়ে গেলেন বিরাট। বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি এই রেকর্ড গড়লেন।ভারত ৬ উইকেটে হারিয়ে দিল পাকিস্তানকে। এই হারের ফলে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেল পাকিস্তান। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু প্রথম ব্যাট করার সুবিধে নিতে পারে নি তারা।নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা। ম্যাচের দু বল বাকি থাকতেই পাকিস্তান অল আউট হয়ে যায়। ভারতের সামনে তারা ২৪২ রানে্র টার্গেট রাখে। ভারত জিতলেও এদিনও কিন্তু রান পেলেন না রোহিত শর্মা।তাড়াহুড়ো করতে গিয়ে বাজে আউট হলেন হার্দিকও। বিরাটের সঙ্গে যোগ্য সঙ্গত করেন শ্রেয়স আইয়ার। শেষ পর্যন্ত ১০০ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি।