বঙ্গবার্তা ব্যুরো,
শুরু হয়ে গেছে বিশ্ব টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেল। ইতিমধ্যেই ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দলগুলি নতুন সার্কেলে খেলতে শুরু করেছে। আজ প্রকাশিত হলো নতুন সার্কেলের পয়েন্ট তালিকা। আর সেই অনুযায়ী শুরুতেই পিছিয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট দল।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হারায় টেবিলে পঞ্চম স্থানে রয়েছে ভারত। ভারতীয় ইনিংসে পাঁচজন শতরান করার পরেও হার এড়াতে পারেনি, ইংল্যান্ড জিতেছে। স্বাভাবিক ভাবেই, প্রকাশিত তালিকার শীর্ষে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। তাদের পয়েন্টের হার ১০০ শতাংশ।
এই মুহূর্তে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। তারা ব্রিজটাউন টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়। ফলে ১ ম্যাচে অজিদের খাতায় রয়েছে ১২ পয়েন্ট।
অস্ট্রেলিয়ার পয়েন্ট সংগ্রহের শতকরা হার ১০০। তালিকায় তৃতীয় স্থানে শ্রীলঙ্কা।
বাংলাদেশের বিরুদ্ধে সদ্য সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। ১৭ই জুন শ্রীলঙ্কা বাংলাদেশ সফরে গেছে । শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেল। প্রথম ম্যাচ ড্র করে ৪ পয়েন্ট সংগ্রহ করে শ্রীলঙ্কা। সঙ্গে কলম্বোর ১২ পয়েন্ট। সব মিলিয়ে ২ ম্যাচে শ্রীলঙ্কার খাতায় রয়েছে ১৬ পয়েন্ট।
যদিও সব থেকে বেশি পয়েন্ট থাকা সত্ত্বেও টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে তিন নম্বরে রয়েছে তারা। তবে পিছিয়ে পড়েছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া।
প্রথম টেস্টের ভুল থেকে শিক্ষা না নিলে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই এ অনেকটা পিছিয়ে পড়বে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং পাকিস্তান এখনও তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা শুরু করেনি।