বঙ্গবার্তা ব্যুরো
বাঘাযতীনে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বেপরোয়া লরির বলি ফুড ডেলিভারি বয় বাইক চালক, ঘটনা খাস কলকাতায়। আবারও প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা। স্থানীয়দের একাংশের দাবী পুলিশ রোজ রাতে লরি থেকে টাকা নিয়ে লরিগুলি ছেড়ে দেয়। মঙ্গলবার রাতে বাঘা যতীদের দিক থেকে বাইক নিয়ে আসছিল এক যুবক এবং যাদবপুর থেকে বাঘাযতীনের দিক থেকে আসা বেপরোয়া গতিতে ছুটে আসা এক লরি ধাক্কা মারে বাইক ওই বাইক চালককে, লরির চাকায় পিষ্ঠ হয়ে যাওয়া যুবককে ধাক্কা মেরে নিয়ে যায় বেশ কিছুটা দূরে, ধাক্কার অভিঘাতে বাইক চালককে চেনার উপক্রম ছিল না। যুবকের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে যাদবপুর থানার বিশাল পুলিশবাহিনী গাড়িটিকে আটক করে। গ্রেফতার করা হয়েছে লরির চালককেও। পুলিশের টাকা তোলার অভিযোগকে সামনে রেখে পথ অবরোধ করে এলাকাবাসীরা।