পীযূষ চক্রবর্তী,
স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল বেহালায়। খোদ প্রধান শিক্ষিকার ঘরের তালা ভেঙে সাতটা আলমারি থেকে গুরুত্বপূর্ণ জিনিস চুরির অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, দোল উপলক্ষে বন্ধ ছিল বেহালার একটি হাই স্কুল। সেই সুযোগেই ওই স্কুলের তালা ভেঙে লুঠ করা হয় ১০ হাজার টাকা। এছাড়াও একাধিক ফাইল থেকে গুরুত্বপূর্ণ জিনিস কাগজ চুরি করে দুষ্কৃতীরা। রবিবার কেয়ারটেকার দেখতে পান স্কুলের তালা ভাঙা রয়েছে। টিচার ইন চার্জের ঘরের আলমারির কাগজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ।
বেহালার স্কুলে ভয়াবহ চুরি, তদন্তে পর্ণশ্রী থানার পুলিশ
