ব্রিজটাউন টেস্টে প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও তিনদিনেই জয় হাসিল অস্ট্রেলিয়ার

বঙ্গবার্তা ব্যুরো,
ব্রিজটাউন টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয়েছিল মাত্র ১৮০ রানে। দারুণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানে আটকে দিলেও পিছিয়েই ছিল তারা। সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন কিউইদের।


ব্রিজটাউন টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৯ রানের ব্যবধানে হারিয়ে তিন টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে গেল প্যাট কামিন্সের দল। ম্যাচ জিতলো তিনদিনেই।
১০ রানে পিছিয়ে থেকে ও দ্বিতীয়বার ব্যাট করতে নেমে ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে ট্রাভিস হেড আর বিউ ওয়েবস্টারের শতরানের জুটিতে ঘুরে দাঁড়ায় অসিরা। এরপর অ্যালেক্স ক্যারে দলকে তিনশর কাছাকাছি পৌঁছে দেয়।


হেড ৬১, ওয়েবস্টার ৬৩ আর ক্যারে করেন ৬৫ রান। দ্বিতীয় ইনিংসে ৩১০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। শামার জোসেফ ৮৭ রানে নেন ৫ টি উইকেট।


ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্যছিল ৩০১ রানে। জশ হ্যাজেলউডের বিধ্বংসী বোলিংয়ে ৩৩.৪ ওভারে ১৪১ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা।


৮৬ রানে ৮ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষদিকে জাস্টিন গ্রেভস আর শামার জোসেফ লড়াই না করলে পরাজয়ের ব্যবধান আরও বড় হতো।


জোসেফ ২২ বলে ৪ টি করে চার ও ছয় মেরে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন গ্রেভস ৩৮ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার হয়ে ৪৩ রানে ৫টি উইকেট শিকার করেন হ্যাজেলউড।

01:42