ভারতের কল্যাণ

অমৃত কথা

ভারত! যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করিতে চাও, তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব্ব পূর্ব্ব গুরুদের প্রতি শ্রদ্ধাসম্পন্ন হও -আর তোমার মূর্ত্ত ও জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত (attached)হও- আর তাদেরই স্বীকার করা যায় তাঁকে ভালবেসে। কারণ পূর্ববর্ত্তী কে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব।

শান্তি! শান্তি! শান্তি! ‘সত্যানুসরণ’

00:34