ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জয়ে খুশি সৌরভ গাঙ্গুলি

,

বঙ্গবার্তা ব্যুরো,
ভারতীয় দলের দাপুটে পারফরম্যান্সের প্রশংসায় সৌরভ গাঙ্গুলি। তার দাবী,ভালো দল জিতেছে। সাদা বলের ক্রিকেটে ভারত শক্তিশালী দল। তারওপর এই পরিবেশে যেখানে বল স্পিন করছে সেখানে ভারতকে হারানো ভীষণ কঠিন।
গত এক দশকের ভারতীয় দল আইসিসি ট্রফিতে চারটে ফাইনাল খেলছে। অধিনায়ক সৌরভের গড়ে তোলা দল ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিল। অধিনায়ক রোহিত শর্মাকে ব্যাটন তুলে দিয়েছিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। প্রাক্তন অধিনায়কের দাবী আমাদের কাজ সঠিক লোককে বেছে নেওয়া। তবে পাকিস্তানে না যাওয়া প্রসঙ্গে জবাব,
শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি কেন, আগেও তো ভারতীয় দল পাকিস্তানে যায়নি। সিএবিতে দাঁড়িয়ে সৌরভ গাঙ্গুলীর সাফকথা, সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। এখনও উৎসবের রেশ চলছে সারা দেশে। সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল কেন দুবাইয়ে থেকে খেলার সুবিধা পেল তা নিয়ে কাদা ছোড়াছুড়ি চলছে। সৌরভ আগেও বলেছিলেন ভারত একটি মাত্র শহরে খেলার সুযোগ পেয়ে বাড়তি সুবিধা পায়নি। সোমবারও একই দাবী করলেন। চ্যাম্পিয়ন্স ট্রফি পুরস্কার মঞ্চে আয়োজক পাকিস্তানের কোনও প্রতিনিধি ছিলেন না। অথচ তারা নাকি স্টেডিয়ামেই ছিলেন। কেন আয়োজক পাকিস্তানকে পুরস্কার মঞ্চে ডাকা হয়নি তা নিয়ে বিতর্ক হালকাভাবে মাথাচাড়া দিচ্ছে। সৌরভও একই প্রশ্নের সামনে। তার উত্তর বিষয়টি আইসিসিকে জিজ্ঞাসা করা দরকার। ওরাই বলতে পারবে।
জল্পনা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পরে অধিনায়ক রোহিত শর্মা ব্যাট তুলে রাখবেন। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে রোহিত নিজে এই জল্পনায় জল ঢেলেছেন। সোমবার রোহিতের হয়ে ব্যাট করলেন সৌরভ গাঙ্গুলীও। বলছেন, অবসর অবসর করার কি আছে। সে খেলবে না অবসর নিয়ে চিন্তা করবে। ভালো খেলোয়াড় ভালো খেলছে। ওদের তো খেলাই জীবন। ঋষভ পন্থকে বসিয়ে কে এল রাহুল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছে। যা নিয়েও বিতর্ক রয়েছে। সৌরভ বললেন বিষয়টি রোহিত শর্মা এবং গৌতম গম্ভীরের চিন্তার।

14:55