বঙ্গবার্তা ব্যুরো,
বদলে যাচ্ছে দেশের ১০০ ও ২০০ টাকার নোট। না পুরনো নোট বাতিল হচ্ছে না। সামান্য কিছু বদল আসছে। এতদিন ওই ১০০ এবং ২০০ টাকার নোটে সই ছিল প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসের। এবার থেকে তা বদলে যাবে। সই থাকবে নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রের সই।
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া স্পষ্ট করে জানিয়েছে পুরনো যে নোট বাজারে চালু আছে তা বাতিল হচ্ছে না। শুধুমাত্র সই বদল হচ্ছে।
শক্তিকান্ত দাস ২০১৮ সালে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তার নিয়োগ নিয়ে বহু বিতর্ক হয়। তিনি কোনও অর্থনীতিবিদ ছিলেন না। অনেকেই তাই এই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিল। কিন্তু কোভিডের মতো ভয়াবহ পরিস্থিতির সময়েও দেশের অর্থনীতির হাল শক্ত হাতেই ধরে রাখতে পেরেছিলেন শক্তিকান্ত দাস। ২০২১ সালে তাঁর মেয়াদ বাড়ানো হয়। ২০২৪ এর ডিসেম্বরে তার মেয়াদ শেষ হয়। তারপরেই সঞ্জয় মালহোত্র দায়িত্ব নেন। সরকার তাই সিদ্ধান্ত নিয়েছে নতুন সিরিজের যে ১০০ এবং ২০০ টাকার নোট ছাপা হবে তাতে নতুন গভর্নরের সই থাকবে।
ভারতে ১০০ ও ২০০ টাকার নোটে সই থাকবে নতুন গভর্নরের
