ভারত পাক ম্যাচের আগে গৃহবন্দী ছিলেন রোহিত শর্মা ?

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
খেলার মাঠে ভারত পাকিস্তান ম্যাচ মানেই এক আলাদা উত্তেজনা। ক্রিকেট হোক, হকি বা অন্য কোন খেলা, দুদল মুখোমুখি হলেই উত্তেজনার পারদ উর্ধ্বমুখী। বিশেষ করে আইসিসির কোন ইভেন্টে ভারত পাকিস্তান ম্যাচ হলেই সেটা হয়ে ওঠে হাই ভোল্টেজ। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছিল সেই ম্যাচের আগে পরিস্থিতির চাপ কতটা ছিল সেটা সকলেরই জানা। কিন্তু ম্যাচের আগে এক অজানা কাহিনী তুলে ধরলেন
ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা।

একটি সাক্ষাৎকারে রোহিত বলেছেন, ভারত পাকিস্তান ম্যাচের আগে শুনেছিলাম কোথা থেকে হুমকি এসেছে। এটা নিয়ে কিছু একটা হয়েছে। ম্যাচের দুদিন আগে থেকেই দলের কারো হোটেল ছেড়ে বাইরে যাওয়ার অনুমতি ছিল না। হোটেলে অনেক মানুষ থাকায় ঘরের বাইরেও বার হতে পারতাম না। একই হোটেলে সমর্থক, সংবাদমাধ্যম, সকলেই ছিলাম।

এখানে থেমে না থেকে রোহিত আরও জানিয়েছেন, আমরা ঘরের মধ্যেই খাবার অর্ডার করছিলাম। হোটেলে এতটাই ভিড় ছিল যে ঘরের বাইরে বেরোলে চলাফেরা করতেও সমস্যা হত। তখনই বুঝতে পেরেছিলাম, এই ম্যাচটা অন্য ম্যাচের থেকে আলাদা। তবে ম্যাচের দিন স্টেডিয়ামের কাছাকাছি পৌঁছনোর সঙ্গে সঙ্গেই মনে হচ্ছিল যেন একটা উৎসব। দুই দলের সমর্থকরাই নাচছে। সেটা একটা আলাদা পরিবেশ।

রোহিত শর্মা এখন ক্রিকেট থেকে কিছুটা দূরে। স্ত্রী রীতিকা সাজদেহকে নিয়ে ইতালির মিলানে ছুটি কাটাতে গিয়েছেন। রোহিতকে আবার খেলতে দেখা যেতে পারে আগস্টে বাংলাদেশের বিরুদ্ধে । একবছর আগে টি ২০ বিশ্বকাপ জিতেছিল ভারত । এরপর টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। সম্প্রতি রোহিত শর্মা সোশ্যাল মিডিয়ায় তার একটি একদিনের ম্যাচের হেলমেট এর ছবি শেয়ার করেছেন, যা তাঁর ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার জল্পনাকে বাড়িয়ে তুলেছে।

13:12