পীযূষ চক্রবর্তী,
ফের কলকাতায় ভুয়ো কল সেন্টারের হদিশ। ভুয়ো কল সেন্টারের আড়ালে দীর্ঘদিন ধরেই প্রতারণা চলছিল সল্টলেকে। মঙ্গলবার রাতে সেখানে হানা দেয় পুলিশ। প্রায় ৬০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে ওই ভুয়ো কল সেন্টার থেকে। এছাড়া কল সেন্টারের মালিকের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে আরও পাঁচ লক্ষ টাকা। এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে সল্টলেকের সেক্টর ফাইভে কল সেন্টারে হানা দেয় বিধাননগর পুলিশ। সেখান থেকে গ্রেফতার করা হয় তিনজনকে। উদ্ধার হয় ৬০ লক্ষ টাকা, কয়েকটি ল্যাপটপ, মোবাইল। এছাড়াও উদ্ধার হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। এরপর বিধাননগর পুলিশের গোয়েন্দারা হানা দেন ওই কল সেন্টারের মালিক অবিনাশ জয়সওয়ালের বাড়িতে। সেখানে থেকেও উদ্ধার হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও পাঁচ লক্ষ টাকা। অবিনাশকে গ্রেফতার করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
ভুয়ো কল সেন্টারে হানা, ৬০ লক্ষ টাকা বাজেয়াপ্ত
