ভূমিকম্প কবলিত মায়ানমারে ১৫ টন ত্রাণ সামগ্রী পাঠাল ভারত

বঙ্গবার্তা ব্যুরো,
শুক্রবারের প্রবল ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ মায়ানমারে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ও ১৪৪ জনের বেশি প্রাণহানির খবর মিলেছে।এমন পরিস্থিতিতে ভূমিকম্প কবলিত মায়ানমারে প্রায় ১৫ টন ত্রাণ সামগ্রী পাঠাল ভারত। এই ত্রাণ সামগ্রী ভারতীয় বিমানবাহিনীর সি-১৩০ জে বিমানে করে হিন্দন এয়ার ফোর্স স্টেশন থেকে মিয়ানমারে পাঠানো হয়েছে।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাবু, স্লিপিং ব্যাগ, কম্বল, প্রস্তুত খাবার, জল শোধনকারী যন্ত্র, স্বাস্থ্যবিধি কিট, সোলার ল্যাম্প, জেনারেটর সেট এবং প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক, ক্যানুলা, সিরিঞ্জ, গ্লাভস, কটন ব্যান্ডেজ ও ইউরিন ব্যাগের মতো প্রয়োজনীয় ওষুধ।


শুক্রবার মায়ানমার ও প্রতিবেশী থাইল্যান্ডে ভূমিকম্প আঘাত হানার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা জানিয়ে বলেন যে ভারত সব ধরনের সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত।এক্স এ একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদী তাঁর উদ্বেগ প্রকাশ করে সবার নিরাপত্তা ও সুস্থতার জন্য প্রার্থনা করেন। তিনি লিখেছেন, “মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পের পরিস্থিতি নিয়ে আমি উদ্বিগ্ন। সবার নিরাপত্তা ও সুস্থতার জন্য প্রার্থনা করছি। ভারত সব ধরণের সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত। এ বিষয়ে আমাদের কর্তৃপক্ষকে স্ট্যান্ডবাই থাকতে বলেছি। এমইএ-কেও মিয়ানমার ও থাইল্যান্ডের সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছি।”
অন্যদিকে মায়ানমারের জুন্টা প্রধান মিন অং হ্লাইং জানিয়েছেন, এ পর্যন্ত ১৪৪ জনের মৃত্যু হয়েছে এবং ৭৩২ জন আহত হয়েছেন, তবে তিনি সতর্ক করে দিয়েছেন যে মৃতের সংখ্যা “আরও বাড়তে পারে”। তিনি নেপিদোয় একটি হাসপাতাল পরিদর্শন করার পর টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, “আমি মিয়ানমারে যেকোনো দেশ, সংস্থা বা ব্যক্তিকে সাহায্য করতে আসার আমন্ত্রণ জানাচ্ছি।“

01:53