মানুষের ভগবান

অমৃত কথা

ভগবানকে জানা মানেই সমস্তটাকে বুঝা বা জানা।যাঁহাতে সর্বস্ব বিকাইয়া দিয়াছ তিনিই তোমার ভগবান আর তোমার পরমগুরু।
জগতের সমস্ত ঐশ্বর্য্য – জানা, ভালোবাসা ও কর্ম যাঁহার ভিতর সহজ উৎসারিত আর যাঁর প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়- তিনিই মানুষের ভগবান। মানুষের আকাঙ্খিত মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে,আর মঙ্গলদাতা তখনই দন্ডিত হন,যখনই দেওয়া মঙ্গলটার অভ্যস্ত সংস্কারের সহিত বিরোধ উপস্থিত হয়-আর তাই প্রেরিতপুরুষ স্বদেশে কুৎসামন্ডিত হন।
গুরুই ভগবানের সাকার মূর্ত্তি = আর তিনিই অখন্ড। ‘সত্যানুসরণ’