মায়ানমার-থাইল্যান্ডের ভূমিকম্পে ১০০০-এর বেশি নিহত, আহত ছাড়াল ২৩৭৬

বঙ্গবার্তা ব্যুরো,
মায়ানমার – থাইল্যান্ড সহ দক্ষিণ–পূর্ব এশিয়ার আট দেশে শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পে নিহত ও আহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। বেশি ক্ষতিগ্রস্ত মায়ানমারেই নিহত ব্যক্তির সংখ্যা হাজার ছাড়িয়েছে।প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মারা গেছেন অন্তত ১০ জন। মায়ানমারে গৃহযুদ্ধ চলায় হতাহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরিষ্কার জানা যায়নি।


মায়ানমারের জুন্টা সরকার বলেছে,সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় আহত ব্যক্তিদের জন্য রক্তের বিশেষ প্রয়োজন।মিন অং হ্লাইং বলেছেন, মিয়ানমার আন্তর্জাতিক সহায়তা গ্রহণ করতে প্রস্তুত।
ভূমিকম্প কবলিত মায়ানমারে প্রায় ১৫ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ভারত। এই ত্রাণ সামগ্রী ভারতীয় বিমানবাহিনীর সি-১৩০ জে বিমানে করে হিন্দন এয়ার ফোর্স স্টেশন থেকে মিয়ানমারে পাঠানো হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাবু, স্লিপিং ব্যাগ, কম্বল, প্রস্তুত খাবার, জল শোধনকারী যন্ত্র, স্বাস্থ্যবিধি কিট, সোলার ল্যাম্প, জেনারেটর সেট এবং প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক, ক্যানুলা, সিরিঞ্জ, গ্লাভস, কটন ব্যান্ডেজ ও ইউরিন ব্যাগের মতো প্রয়োজনীয় ওষুধ।
এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণসাহায্য হিসেবে ৫০ লক্ষ ডলার বরাদ্দ করেছে রাষ্ট্রসঙ্ঘ।চিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে ইতিমধ্যে ইয়াঙ্গনে পৌঁছেছে ৩৭ সদস্যের একটি চিনা উদ্ধারকারী দল।রাশিয়া ১২০ সদস্যের একটি উদ্ধারকারী দল মায়ানমারে পাঠিয়েছে বলে জানিয়েছে রুশ সরকারি সংবাদমাধ্যম তাস।

05:07