মাস্কের নতুন পরিকল্পনায় আরও উন্নত পরিষেবা, নিজের স্টার্টআপের কাছেই বেচে দিলেন এক্সকে

বঙ্গবার্তা ব্যুরো,
৩৩ বিলিয়ন ডলারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সকে তাঁরই আর এক স্টার্টআপ এক্সএআই-এর কাছে বেচে দিলেন টেসলা কর্তা ইলন মাস্ক। এলন মাস্ক শুক্রবার জানিয়েছেন যে তাঁর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত স্টার্টআপ এক্সএআই একটি চুক্তির মাধ্যমে তাঁর সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম এক্স কিনে নিচ্ছে। এতে কোম্পানিটির মূল্য ধরা হয়েছে ৩৩ বিলিয়ন ডলার।
২০২২ সালে টুইটার কেনার চুক্তি সম্পন্ন করেছিলেন ইলন মাস্ক। ২০২৩ সালের জুলাই মাসেই নিজের নতুন এআই সংস্থা চালু করেন মাস্ক। তার নাম রাখেন ‘এক্সএআই’। এই উদ্যোগের জন্য এনভিডিয়ার হাই-এন্ড চিপস কিনতে ও অন্যান্য কাজে তিনি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছেন। তাঁর সোশ্যাল নেটওয়ার্কে একটি পোস্টে তিনি বলেন, “এক্সএআই-এর উন্নত এআই ক্ষমতা এবং এক্সের অনেক ইউজারের কাছে পৌঁছানোর ক্ষমতা একত্রিত করে এই সমন্বয় অপরিসীম সম্ভাবনার দ্বার খুলে দেবে।”


এলন মাস্কের মতে, ৬০০ বেশি ব্যবহারকারী রয়েছে এক্সের।তিনি জানিয়েছেন যে আনুষ্ঠানিকভাবে ডেটা, মডেল, কম্পিউটিং ক্ষমতা, বিতরণ নেটওয়ার্ক এবং প্রতিভাকে এক করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। মাস্কের মতে এটি এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে সাহায্য করবে যা শুধু বিশ্বকে প্রতিফলিত করবে না, বরং মানব প্রগতিকে সক্রিয়ভাবে ত্বরান্বিত করবে।

02:23