বঙ্গবার্তা ব্যুরো
দীঘার সমুদ্রতটে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা। তার আগে আজই সেখানে পৌঁছে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ মন্দিরের নতুন রূপে উদ্ভাসিত দীঘায় এই রথযাত্রা নিয়ে রাজ্যেও মানুষের মনে প্রবল উৎসাহ।
সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন, জগন্নাথ ধাম দীঘা এখন ভক্তদের আনন্দের উৎস। একইসঙ্গে এটি স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করছে, এবং দীঘাকে একটি বার্ষিক পর্যটন ও তীর্থ কেন্দ্র হিসেবে গড়ে তুলছে। তিনি বলেন, এই প্রথমবার দীঘার উপকূলে রথযাত্রা হতে চলেছে। এই ভাবনাই বাঙালির হৃদয়ে এক নতুন উন্মাদনার সৃষ্টি করেছে।
নিজে দীঘায় এসে মুখ্যমন্ত্রী সব প্রস্তুতির তদারকি করছেন বলেও জানিয়েছেন। নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ, ও জরুরি পরিষেবা, সব দিক খতিয়ে দেখছেন তিনি নিজেই। তার কথায়, এই উৎসব যাতে নির্বিঘ্ন, নিরাপদ এবং হৃদয়স্পর্শী হয়, তার জন্য রাজ্য প্রশাসন নিরলস পরিশ্রম করছে।
তিনি লিখেছেন বাংলা হল শ্রীচৈতন্য, রামকৃষ্ণ পরমহংস, মা সারদা, স্বামী বিবেকানন্দের ভূমি। সহানুভূতি, সম্প্রীতি আর সর্বজনীন ঐক্য আমাদের সংস্কৃতির মূলে। জগন্নাথ দেবের আশীর্বাদে আমরা এগিয়ে চলব শান্তি, প্রগতি ও সমৃদ্ধির পথে। রাজনৈতিক মহলের মতে, দীঘায় রথযাত্রা ঘিরে এই প্রশাসনিক ও সাংস্কৃতিক উদ্যোগ আগামী দিনে রাজ্যের পর্যটন এবং ধর্মীয় ভাবাবেগ, উভয় ক্ষেত্রেই নতুন দিশা এনে দেবে। দীঘা শুধু একটি সমুদ্রসৈকত নয়, এবার থেকে হতে চলেছে ভক্তির নবতীর্থ।
রথযাত্রার আগে দীঘায় মুখ্যমন্ত্রী, করতে প্রস্তুতি তদারকি
