বঙ্গবার্তা ব্যুরো,
চার নভোশ্চরকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো অ্যাক্সিয়াম-৪ মিশন। আজ দুপুরে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। এই মিশনে গ্রুপ ক্যাপ্টেন হিসেবে আছেন শুভ্রাংশু শুক্লা, যিনি ভারতীয় বিমানবাহিনীর একজন অভিজ্ঞ পাইলট। এই ঐতিহাসিক অভিযানে তিনি হবেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাওয়া প্রথম ভারতীয় এবং ১৯৮৪ সালে রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় যিনি মহাকাশে পাড়ি দিচ্ছেন।
প্রযুক্তিগত ত্রুটি এবং অন্যান্য সমস্যার কারণে এই মিশনটি কয়েকবার স্থগিত করা হয়। এর আগে ২৫ শে মে মহাকাশযাত্রার কথা ছিল তাদের। কিন্তু পরে তা পিছিয়ে হয় ৮ ই জুন। জরুরি কারণবশত সেই তারিখও পিছিয়ে দেওয়া হয়। নতুন দিন স্থির হয় ২২ শে জুন। প্রায় সাতবার এই অভিযানের দিন পিছিয়ে অবশেষে ২৫ জুন ধার্য করা হয়।
অ্যাক্সিয়াম-৪ মিশনটি একটি বাণিজ্যিক মহাকাশ ফ্লাইট। হিউস্টনভিত্তিক সংস্থা অ্যাক্সিয়াম স্পেস এই মিশন পরিচালনা করছে। মিশনটি শুধু ভারতের জন্য নয়, নাসা, ইসরো, ইউরোপিয়ান স্পেস এজেন্সির মতো আন্তর্জাতিক মহাকাশ সংস্থাগুলোর মিলিত প্রয়াস। এই ধরনের বাণিজ্যিক মহাকাশ অভিযান আগামী দিনে মানব মহাকাশ অভিযানে এক নতুন দিশা দেখাবে বলেই মনে করা হচ্ছে।
নাসার দেওয়া তথ্য অনুযায়ী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এই মিশনে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ভারতের শুভাংশু শুক্লা, পোল্যান্ডের স্লাভোস আজানস্কি উইসনিউস্কি, হাঙ্গেরির টিবোর ক্যাপু এবং যুক্তরাষ্ট্রের পেগি হুইটসন।
কবেন। এর আগে ১৯৮৪ সালে প্রথম ভারতীয় হিসেবে রাশিয়ান মিশনের তত্ত্বাবধানে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা।
মহাকাশে ভারতের দ্বিতীয় মহাকাশচারী, অ্যাক্সিয়াম ৪ মিশনে যাত্রা শুরু
