রাজসাক্ষী হতে চেয়ে আদালতে আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের

পীযূষ চক্রবর্তী,
আরও বিপাকে পড়তে চলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতার হওয়া পার্থর মতোই তার জামাই কল্যাণময় ভট্টাচার্যও নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। এবার কল্যাণময় রাজসাক্ষী হতে চেয়ে ইডির বিশেষ আদালতে আবেদন করলেন। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত বলে জানা গিয়েছে। যার ফলে আরও বিপাকে পড়তে চলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন ধরেই জেলবন্দি পার্থ। অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা তুলেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। যার প্রমাণ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পার্থর বিশেষ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৫০ কোটি টাকা ও বউ সম্পত্তির দলিল। তবে দুর্নীতির টাকায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পিংলায় একটি বেসরকারি স্কুলও খুলেছিলেন তার স্ত্রীর নামে। যে স্কুলটির চেয়ারম্যান করা হয়েছিল কল্যাণময়কে।
কল্যাণময়কে এর আগে বেশ কয়েকবার জেরা করেছে ইডি। পার্থর জামাই রাজসাক্ষী হতে চাওয়ায় আগামী দিন শিক্ষামন্ত্রী যে আরও বিপাকে পড়লেন তা বলাই যায়।