পনবন্দি ব্যবসায়িকে উদ্ধার করলে হাওড়া পুলিশ

বঙ্গবার্তা ব্যুরো,

রাজস্থানের এক ব্যবসায়ীকে অপরহরন করে মুক্তিপণ দাবী। অপহৃতকে উদ্ধার করলো হাওড়ার নিশ্চিন্দা থানার পুলিশ। গ্রেফতার তিন অপহরণ কারী। আজ সাংবাদিক সম্মেলন করে হাওড়ার ডিসিপি নর্থ বিশপ সরকার জানান ওই ব্যবসায়ীর জামাকাপরের ব্যবসা রয়েছে। তিনি ব্যবসার কাজে এরাজ্যে এসেছিলেন। ডানকুনিতে একটি হোটেলে উঠেছিলেন। তাকে হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকায় আটকে রেখে দশলাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। ভিডিও কলের মাধ্যমে চাওয়া হয় টাকা। সেই সময় তিনি তার লোকেশন এক পরিচিতকে পাঠিয়ে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে। অপহরণকারীরা পরিচিত। তাদের সঙ্গে ব্যবসায়িক লেনদেন রয়েছে।