আন্তর্জাতিক ডেস্ক, বঙ্গবার্তাঃ
Published by -Jyotirmay Dutta: Posted November 22.11.2025 at 14:34pm
ছবি – সোশ্যাল মিডিয়া
চাপের মুখে রাশিয়ার তেল কেনা বন্ধ করলো রিলায়েন্স
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (মুকেশ আম্বানি ) রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধ করেছে। রিলায়েন্সের এই সিদ্ধান্তের লক্ষ্য হলো ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা মেনে চলা। পাশাপাশি মার্কিন নিষেধাজ্ঞার সঙ্গেও সামঞ্জস্য রাখাও এ পদক্ষেপের উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।
রিলায়েন্স এক বিবৃতিতে জানিয়েছে, ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর পণ্য আমদানির নিষেধাজ্ঞা নিশ্চিত করতে নির্ধারিত সময়ের আগেই এই সিধান্ত নেওয়া হয়েছে/হোয়াইট হাউজ রিলায়েন্সের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
রাশিয়া থেকে তেল কেনার বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে অস্বস্তির কারণ হয়ে উঠছিল। ২০২৫ এর আগস্ট মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন—যার মধ্যে ২৫ শতাংশ ছিল রাশিয়ার তেল ও অস্ত্র কেনার ‘শাস্তিমূলক’ শুল্ক।
ট্রাম্প নিজেই অভিযোগ তুলেছিলেন যে ভারত রাশিয়া থেকে তেল কিনে পরোক্ষে ইউকক্ষ রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে সহায়তা করছে—যা ভারত সরকার অস্বীকার করেছিল সেসময়ে।২০২২ সালে যুদ্ধ শুরুর আগে ভারত রাশিয়া থেকে তেল আমদানি ছিল মাত্র ২.৫ শতাংশ, সেখানে ২০২৪–২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৫.৮ শতাংশে।
রাশিয়ার তেল আমদানিতে ভারতের মধ্যে রিলায়েন্সই সবচেয়ে বড় কোম্পানি। ভারতের মোট রুশ তেল আমদানির করে প্রায় ৫০ শতাংশ ।বিশ্বের সবচেয়ে বড় একক রিফাইনারি কমপ্লেক্স জামনগর রিফাইনারিতে দুটি পৃথক ইউনিট রয়েছে—একটি রপ্তানির জন্য, আরেকটি দেশীয় বাজারের জন্য।
গত কয়েক মাসে আন্তর্জাতিক চাপ বাড়তে থাকায় রাশিয়ার তেল আমদানি কমাতে ভারত বাধ্য হয়েছে বলে ধারণা করা হচ্ছে।গ্লোবাল ট্রেড অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভের অজয় শ্রীবাস্তব বলেন, ভারত আমদানি কমানোর লক্ষ্য পূরণ করায় যুক্তরাষ্ট্রকে অবিলম্বে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিতে হবে। তার মতে, এ শুল্ক বজায় থাকলে সদ্য উন্নত হওয়া কূটনৈতিক আলোচনাগুলো আবারও ক্ষতিগ্রস্ত হতে পারে।
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দীর্ঘদিন রাশিয়ার তেল ইস্যুতে আটকে ছিল। তবে সাম্প্রতিক পরিবর্তনের ফলে অচলাবস্থা ধীরে ধীরে কাটতে শুরু করেছে বলে মনে করছে বিভিন্ন মহল।

