শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিতর্কিত পোস্টার মারার অভিযোগে জেরা সিপিএম নেতাকে, ব্রাত্যর বয়ান নথিভুক্ত পুলিশের

পীযূষ চক্রবর্তী,

যাদবপুর কাণ্ডে ক্রমেই অশান্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিতর্কিত পোস্টার মারার অভিযোগে তলব করা হল উত্তর ২৪ পরগনার অন্যতম গুরুত্বপূর্ণ সিপিএম নেতা পলাশ দাসকে। মঙ্গলবার পলাশকে প্রায় ৪৫ মিনিট জিজ্ঞাসাবাদ করেন লেক টাউন থানার পুলিশ। প্রসঙ্গত, গত ১ মার্চ তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপার একটি অনুষ্ঠানে যোগ দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় গিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সেই সময় তাকে হেনস্থা করার অভিযোগ ওঠে বাম ছাত্র সংগঠন এসএফআই সহ বেশ কয়েকটি সংগঠনের বিরুদ্ধে। ব্রাত্যর গাড়িও ভাঙচুর করা হয়। তার কনভয়ে থাকা থাকা দুটি গাড়ির কাচও ভাঙা হয় বলে অভিযোগ। এছাড়াও বেশ কয়েকজন অধ্যাপক আহত হন বলে দাবি করা হয়। ওই ঘটনায় এসএফআই সমর্থকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এসএফআইয়ের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়, শিক্ষামন্ত্রীর গাড়িতে তাদের এক সমর্থককে পিষে মারার চেষ্টা হয়েছিল। পাল্টা ব্রাত্য সহ বেশ কয়েকজন অধ্যাপকের বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন এসএফআই সমর্থকরা। ওই ঘটনার প্রেক্ষিতেই ব্রাত্যর কালিন্দীর বাড়ির সামনে পোস্টার পড়ে। যাতে লেখা ছিল ‘ব্রাত্য বসু ওয়ান্টেড ক্রিমিনাল।’ ওই ঘটনার জেরে লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন শুভঙ্কর মুখোপাধ্যায় নামে কালিন্দীর এক বাসিন্দা। এরপরই সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ বেশ কয়েকজন সিপিএম নেতাকে থানায় তলব করে। যার মধ্যে অন্যতম পলাশ দাস। এদিকে যাদবপুরের ঘটনায় শিক্ষামন্ত্রী ব্রাত্যর বয়ান নথিভুক্ত করেছে পুলিশ। দিন তিনেক আগেই তার বয়ান পুলিশ নিয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ঘটনার দিন ঠিকই ঘটেছিল সে সম্পর্কেই তার কাছ থেকে বিস্তারিত জেনেছেন তদন্তকারীরা।