পীযূষ চক্রবর্তী,
ফের শিয়ালদহ স্টেশনে বাজেয়াপ্ত প্রচুর বেআইনি আগ্নেয়াস্ত্র। সোমবার সকালে শিয়ালদহ স্টেশনের বাইরে থেকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ অস্ত্রসহ গ্রেফতার করে মালদহের ওই অস্ত্র পাচারকারীকে। ধৃতের নাম হাসান শেখ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৬টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলি।
জানা গিয়েছে, এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ শিয়ালদহ স্টেশনের বাইরে ইতস্ততভাবে ঘুরতে দেখা যায় ওই অস্ত্র পাচারকারীকে। সেই সময় স্টেশন চত্বরের বাইরে থাকা এসটিএফ অফিসারদের সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কথার মধ্যে অসংগতি খুঁজে পান এসটিএফ অফিসাররা। ব্যাগে তল্লাশি চালানো হলে উদ্ধার হয় ওই অস্ত্রগুলি। গ্রেফতার করা হয় হাসানকে। ধৃতকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, সে হাটে বাজারে এক্সপ্রেসের যাত্রী ছিল। বিহার থেকে সে ওই অস্ত্র নিয়ে কলকাতায় আসছিল। কাকে ওই অস্ত্রগুলি বিক্রির জন্য সে নিয়ে আসছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
শিয়ালদহ স্টেশনে ফের বিপুল অস্ত্র বাজেয়াপ্ত, গ্রেফতার ১
