বঙ্গবার্তা ব্যুরো,
দেশের প্রজাতন্ত্র দিবস, নিছক কোনও উদযাপনের বিষয় নয় ,সেই সঙ্গে নিজেদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সচেতন হওয়ার দিন। ৭৬তম প্রজাতন্ত্র দিবসে সকালে নিজের এক্স হ্যান্ডেলে এই বার্তা দিয়েছেন, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন আজ আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠাতাদের দেওয়া গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি স্মরণ করি। আমরা এমন এক প্রজাতান্ত্রিক দেশে বাস করি যেখানে ন্যায়, স্বাধীনতা, সমতা এবং অটুট বন্ধনে বাঁধা আছে।এই দিন আমারা সংবিধানে যে আদর্শের কথা বলা হয়েছে তাকে শ্রদ্ধা জানাই এবং নিজেরা কত উন্নত হতে পেরেছি তা নিয়ে আলোচনা করি।
অভিষেক তাঁর বার্তায় আহ্বান জানিয়ে বলেছেন, আমাদের এমন এক প্রজাতন্ত্র নির্মাণের চেষ্টা করতে হবে যা শুধু শক্তিশালী নয় সহানুভুতিশীলও হবে। সকলের যোগদানের ওপরও তিনি জোর দিয়েছেন। তার কথায়, আমরা সাফল্যে যেমন গর্বিত হব, তেমনই আত্মবিশ্লেষণও করব। আমাদের গণতন্ত্রের মূল শক্তি নিহিত রয়েছে এর প্রতিষ্ঠানসমূহে, তার আর্থিক ন্যায়পরায়ণতা এবং সকলের যোগদানের ওপর।আগামী দিনের পথ যে মসৃন নয় সে কথা মনে করিয়ে তিনি আশা প্রকাশ করেছেন, আমরা সকলে মিলে এমন এক ভারত গড়ে তুলতে পারি যেখানে সংবিধানে দেখানো স্বপ্নগুলিকে সার্থক রূপ দিতে পারব।