শেষ দিনে ব্যর্থ বোলাররা, হার দিয়ে যাত্রা শুরু গিলদের

হার দিয়ে অধিনায়কের ইনিংস শুরু করলেন শুভমান গিল। হেডিংলেতে ভারতকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ়ে ১-০ এগিয়ে গেল ইংল্যান্ড।
উত্তেজক জায়গায় ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের শেষ দিন। হেডিংলেতে শেষ দিন জেতার জন্য ইংল্যান্ডের দরকার আর ৩৫০ রান। ভারতের চাই ১০ উইকেট।

শেষ দিনে হতশ্রী বোলিং করলেন ভারতীয় বোলাররা, বৃষ্টির জন্য বেশ কয়েকবার খেলা থমকে গেল কিন্তু তাতেও ভারতের পরাজয় আটকালো না বুমরাহ ছাড়া অন্য কোন বোলার নেই ফলে প্রথম টেস্টে তার মাসল দিতে হলো উঠতে পারলেন না ভারতের প্রধান পেসার। ফলে ভারত জয় পেল না।

ইংল্যান্ডের প্রথম উইকেটই পড়ল ১৮৮ রানে। ওই ওপেনিং জুটি ওভারে প্রায় সাড়ে চার গড়ে রান তুলল। ক্রলি ৬৫ রানে আউট হলেও ডাকেট ১৪৯ রানের ইনিংস খেললেন।।
শেষদিকে জো রুট (৪৩), বেন স্টোকস (৩৩) এবং জেমি স্মিথ (৪৪) রান করলেন। ফলে সহজেই জয় পেল ইংল্যান্ড।
। ভারত প্রথম ইনিংসে ৪৭১ রান করে। যশস্বী জয়সওয়াল, শুভমন গিল এবং ঋষভ পন্থ শতরান করেন। জস টং এবং স্টোকস ৪টি করে উইকেট নেন। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪৬৫ রান তোলে। অলি পোপ শতরান করেন। বুমরাহ ৫টি এবং প্রসিদ্ধ কৃষ্ণ ৩টি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ভারত ৩৬৪ রান তোলে। পন্থ এই ইনিংসেও শতরান পান। কেএল রাহুলও শতরান করেন।

ভারতের হারের সবচেয়ে বড় দায় ফিল্ডারদের। এত খারাপ ফিল্ডিং শেষ বার তাদের কবে করতে দেখা গিয়েছিল মনে পড়ছে না। গোটা ম্যাচে সাতটা ক্যাচ পড়েছে। তার মধ্যে একাই যশস্বী চারটে ছেড়েছেন। দুটো ক্যাচ ছেড়েছেন পন্থ। একটা জাডেজা।

02:39