বঙ্গবার্তা ব্যুরো,
বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর সম্প্রতি ভারতের মুম্বাইয়ে গাজার পক্ষে একটি মিছিল করে বিদ্রুপের শিকার হয়েছিলেন। প্রশ্ন উঠেছিল, পহেলগাম হামলার সময় কোথায় ছিলেন তিনি ? কিন্তু এসব কথায় দমে যাননি স্বরা। তার সোশ্যাল মিডিয়াজুড়ে শুধুই গাজা সংক্রান্ত পোস্ট রয়েছে। এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরিস্থিতি উদ্বেগজনক। ইরানের পরমাণু কেন্দ্রে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছিল যুক্তরাষ্ট্র। তার ঠিক এক দিনের মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ও ইজরায়েল যুদ্ধবিরতির পথে হাঁটছে। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে ইরান।
তবে স্বরা ইরান ইজরায়েল নিয়ে সরাসরি কোনো বক্তব্য রাখেননি। তিনি একের পর এক পোস্ট করছেন গাজার পরিস্থিতি নিয়ে। সোমবার রাতে গাজার একটি নৃশংস দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। মূল পোস্টটির লেখিকা আসাল রাদের। গাজার এক বাসিন্দার ক্ষতবিক্ষত ছবি শেয়ার করে নিয়ে আসাল লিখেছেন, ইজরায়েলের মানবিক সাহায্য। এই পোস্ট শেয়ার করে নিয়ে স্বরা লিখেছেন, এই সময় গাজা।
এক্স হ্যান্ডলে গাজার এক বাসিন্দার বক্তব্য রি-পোস্ট করেছেন স্বরা। সেখানে ওই গাজাবাসী লিখেছেন, পরিবারের জন্য খাবার আনতে বেরিয়ে যাদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে আমিও থাকতে পারতাম।
ইংল্যান্ডের রাজনীতিবিদ ক্লদিয়া ওয়েবে তার একটি পোস্টে লিখেছেন, ‘তৃতীয় বিশ্বযুদ্ধ? বিশ্বের শান্তি লঙ্ঘন করার জন্য ইজরায়েলই সবচেয়ে বড় হুমকি। অবিলম্বে নেতানিয়াহুকে গ্রেফতার করা হোক। এই পোস্টও সমর্থন জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বরা। গাজার সমর্থনে এবং ইজরায়েলের বিপক্ষে এমনই অজস্র পোস্ট করে যাচ্ছেন অভিনেত্রী।
আরো পড়ুন:
দুশ্চিন্তা কাটিয়ে আমির খানের সিতারে জামিন পর গড়লো নতুন রেকর্ড
ছবির বাদ পড়া দৃশ্য নিয়ে নতুন ভাবে পর্দায় ফিরছে কালজয়ী হিন্দি ছবি শোলে
পাকিস্তানি নায়িকা হানিয়া আমিরের সিনেমা ভারতে দেখানো হয় নিষেধাজ্ঞা
কয়েকদিন আগে গাজা ও সমগ্র প্যালেস্টাইনের সংহতির জন্য মুম্বাইয়ের আজাদ ময়দানে একটি সভার আয়োজন করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় সেই সভার হয়ে প্রচার করেছিলেন স্বরা ভাস্কর। এ সভার আয়োজন করেছিল সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল, আরএসপি, সমাজবাদী পার্টিসহ আরও বেশ কয়েকটি বামদল। সভার পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে সবাইকে উপস্থিত থাকার বার্তা দেন স্বরা। তারপরেই তার দিকে ধেয়ে এসেছিল কটাক্ষ। অনেকে সমর্থনও জানিয়েছিলেন অভিনেত্রীকে।

