সাইবার অপরাধ মোকাবিলায় টেক ইট ডাউন প্রযুক্তির ব্যবহার

Published By Subrata Halder, 20 May 2025, 08:44 a.m.

বঙ্গবার্তা ব্যুরো,
বর্তমানে তথ্যপ্রযুক্তির সাহায্যে বিভিন্ন ধরনের অপরাধ হয়। যা সাইবার ক্রাইম বলে পরিচিত। এই সাইবার ক্রাইমের একটা বড় অংশ জুড়ে রয়েছে শিশুদের বিরুদ্ধে অপরাধ। শিশুদের নিয়ে যে পর্নোগ্রাফির ব্যবসা সাইবার দুনিয়া জুড়ে চলছে তাতে শুধু শিশুরা নন অভিভাবকরাও ভুক্তভোগী।
তাদের সন্তানদের ছবি দেখিয়ে টাকা দাবি করা হচ্ছে। টাকা দিতে না পারলে তাদের সন্তানদের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। সারাবিশ্বেই এই ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে। এর বিরুদ্ধে এক মার্কিন সংস্থা তথ্যপ্রযুক্তিকে হাতিয়ার করে অভিনব এক ব্যবস্থা তৈরি করেছে। ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন সংক্ষেপে এনসিএমইসি।
শিশুদের বিরুদ্ধে সাইবার অপরাধের মোকাবিলা করতে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি এই সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।
নির্দিষ্ট পোর্টালে গিয়ে আপত্তিকর ছবি বা ভিডিও পোস্ট করলে তা ইন্টারনেট থেকে মুছে দেবে এনসিএমইসি । এই ফিচার ইতিমধ্যে ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে যুক্ত করা হয়েছে।
সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দেশে প্রতিদিন গড়ে ৪০০টি ডিজিটাল চাইল্ড অ্যাবিউজ এর অভিযোগ জমা পড়ে। তার মোকাবিলায় এই নতুন ব্যবস্থা খুবই কার্যকর হবে। এই সিস্টেমে টেক ইট ডাউন বলে একটি লেখা আছে। সেখানে ক্লিক করলে পরপর আপনাকে কী কী করতে হবে তা বলে দেওয়া হবে। তারপরেই আপনি এর মাধ্যমে আপনার সন্তানের আপত্তিকর ছবি সেখানে জানালে, ঘন্টাখানেকের মধ্যেই তা ইন্টারনেটের দুনিয়া থেকে মুছে দিতে পারবে এই ব্যবস্থা।

01:53