Published by Subrata Halder, 10th may 2025 at 10:15 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
বদলে গেলো পাকিস্তান। প্রমাণ দিল বদলায় না শয়তান বা বেইমান। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে বিকেল পাঁচটার পর থেকে সংঘর্ষ বিরতি মেনে নেয় দুই দেশ। স্বস্তি ফেরে নাগরিকদের। কিন্তু তিন ঘণ্টার মধ্যেই বদলে গেলো জঙ্গি আশ্রয় ও ভরসা দাতা পাকিস্তানের আসল রূপ। ৭ টা ৪৫ নাগাদ আচমকাই ড্রোন হামলা চালাতে শুরু করে পাকিস্তান। সঙ্গে সঙ্গে আলো নিভিয়ে ব্ল্যাক আউট করে দেওয়া হয়, জম্মু, পুঞ্চ, বরামুলা কাশ্মীর সহ বিস্তীর্ণ এলাকা। পাঞ্জাব ও হরিয়ানা এবং দিল্লিতেও ব্ল্যাক আউট করে দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত যুদ্ধ বিরতি ভেঙে শুরু হয়েছে সংঘর্ষ। বেই মানের জবাব দিতে শুরু করেছে ভারত, শুরু হয়েছে পাল্টা প্রত্যুত্তর দেওয়া।