সাতটি সংজ্ঞা(দীনতা ও ব্যাকুলতা)

অমৃত কথা

১)দীন হওয়া অর্থ নোংরা সাজা নয়কো।
২) ব্যাকুলতা মানে বিজ্ঞাপন নয়কো বরং হৃদয়ের একান্ত উদ্দাম আকাঙ্ক্ষা। ৩) স্বার্থপরতা স্বাধীনতা নয়কোবরং স্বাধীনতার অন্তরায়।
৪) তেজ মানে ক্রোধ নয়কো _ বরং বিনয়-সমন্বিত দৃঢ়তা।
৫)সাধু মানে যাদুকর নয়কো -বরং আদর্শের উদ্দেশ্যসিদ্ধ করণে নিজের বৃত্তিস্বার্থত্যাগী প্রেমী।
৬)ভক্ত মানে কি আহাম্মক? বরং বিনীত অহংযুক্ত জ্ঞানী। ৭)সহিষ্ণুতা মানে পলায়ন নয়কোপ্রেমের সহিত আলিঙ্গন। ‘সত্যানুসরণ’

11:44