বঙ্গবার্তা ব্যুরো,
তবে কী বুড়ো হাড়ে ভেলকি দেখাতে চলেছেন বলিউডের ভাইজান। রবিরারই আসতে চলেছে বলিউডের বহুল প্রতিক্ষীত সুপারস্টার সলমন খানের সিনেমা ‘সিকন্দর’।সিনেমার ট্রেলারেই ভাইজান বুঝিয়ে দিয়েছিলেন যে এবার একটু অন্যরকমভাবে ফেরা! কখনও অ্যাকশন অবতারে, কখনও রোম্যান্টিক হিরোর বেশে সুপারস্টারকে দেখে উচ্ছ্বসিত ভক্তরা। এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ৩০ মার্চ । এখন পর্যন্ত মুক্তির আগে অগ্রিম টিকিট বিক্রিতে বিপুল সাড়া মিলেছে। পিঙ্কভিলা জানিয়েছে, সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রির পরিমাণ ধীরে ধীরে বাড়ছে।
জানা যাচ্ছে দেশের চার মহানগরের মাল্টিপ্লেক্সে ‘সিকন্দরে’র টিকিটের দাম উঠেছে ২২০০ টাকা পর্যন্ত। মুম্বাইয়ে বৃহস্পতিবার অগ্রিম বুকিং শুরু হওয়ার পরই দাম চড়তে শুরু করেছে। দিল্লিতেও টিকিট বিকোচ্ছে ১৬০০ থেকে ১৯০০ টাকার মধ্যে। সিঙ্গল স্ক্রিনে যে টিকিটের দাম থাকে ৯০- ২০০ টাকার মধ্যে এখন সেগুলিরই দাম দাঁড়িয়েছে ৭০০ টাকা।
বলিউডের আট-নয়ের দশকের অ্যাকশন ঘরানার ছবির ফ্লেভার নিয়ে হাজির হচ্ছে ‘সিকন্দর’। এদিকে সিনেমার ট্রেলারে অভিনেতাকে আরও একবার লার্জার দ্যান লাইফ অবতারে দেখে দারুণ খুশি ভক্তরা। অনেকদিন পর সুপারস্টার সলমনকে আবার দেখা গিয়েছে পুরনো মেজাজে। রাশমিকা মান্দানা, সত্যরাজ, শরমন যোশী, কাজল আগরওয়াল ও প্রতীক বব্বর অভিনীত সিকান্দার নিয়মিত শুক্রবারের আউটিং এড়িয়ে রোববার মুক্তি পাচ্ছে। আপাতত ভাইজানেই কাবু গোটা দেশ। চর্চা হচ্ছে রশ্মিকা-সলমন জুটি নিয়েও। ছবিতে ২৮ বছরের রশ্মিকা মান্দান্নার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে ৫৯ বছরের সলমনকে। নায়ক-নায়িকার বয়সের এতটা পার্থক্য নিয়েও তাই তুমুল চর্চা হচ্ছে। তবে ৩০ মার্চের পর সিকন্দর কোন মাইল ফলক স্পর্শ করে এখন সেটাই দেখার।


